চীন কাওফেন ১২-০৫ উপগ্রহ নিক্ষেপ করেছে
2024-10-16 11:07:35

অক্টোবর ১৬: আজ (বুধবার) সকাল ৭টা ৪৫ মিনিটে চীনের চিউছুয়ান উপগ্রহ কেন্দ্র থেকে লংমার্চ ফোর ডি পরিবাহক রকেট দিয়ে কাওফেন ১২-০৫ উপগ্রহটি সুষ্ঠুভাবে নিক্ষেপ করা হয়েছে এবং তা মহাকাশে নির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে।

 

কাওফেন ১২-০৫ উপগ্রহের মূল কাজ হবে জমি শুমারি, শহর পরিকল্পনা, সড়ক নেটওয়ার্ক ডিজাইন এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি। এটি লংমার্চ পরিবাহক রকেটের ৫৪০তম যাত্রা।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)