চীন-থাইল্যান্ডের সামরিক বাহিনীর যৌথ মহড়া
2024-10-16 19:38:51

অক্টোবর ১৬, সিএমজি বাংলা ডেস্ক : চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে শুরু হয়েছে চীন-থাইল্যান্ডের যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া। মঙ্গলবার "স্ট্রাইক ২০২৪" এর অংশ হিসেবে এই মহড়া শুরু করে তারা।

এই মহড়া দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাই এবারের মহড়াটি নিয়ে উচ্চ প্রত্যাশা করছেন উভয় দেশের সামরিক কর্মকর্তারা ।

থাই বাহিনীর কমান্ডার পাক্কাওয়াত বলেছেন, "চীন-থাইল্যান্ড 'স্ট্রাইক ২০২৪' যৌথ সামরিক মহড়া অত্যন্ত প্রত্যাশিত। আমি আশা করি এই বছরের প্রশিক্ষণে চীনা পক্ষের সঙ্গে সামরিক জ্ঞান এবং সন্ত্রাসবিরোধী অভিজ্ঞতা বিনিময় করতে পারব। আমি আশা করি যৌথ প্রশিক্ষণ সফল হবে এবং দুই সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব আরও মজবুত হবে।" 

চীনা পক্ষের কমান্ড টিমের সদস্য ইয়াং চিয়ানসোং জানিয়েছেন, "যৌথ মহড়াটি মূলত তিনটি অংশে বিভক্ত: একীভূত ইউনিট প্রশিক্ষণ, সন্ত্রাসবিরোধী মহড়া, এবং সাংস্কৃতিক বিনিময়”।

এবারের মহড়াটি  চীনা ও থাই স্থল বাহিনীর মধ্যে "স্ট্রাইক" যৌথ প্রশিক্ষণ সিরিজের ৭ম মহড়া, যা ১১ দিন ধরে চলবে।

নাহার/শান্তা