অক্টোবর ১৫: ভারত গতকাল (সোমবার) ছয় কানাডিয়ান কূটনীতিককে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ করার আদেশ দিয়েছে এবং কানাডা থেকে নিজের ছয় কূটনীতিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
একই দিনে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় সহিংস অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়।
উল্লেখ্য, কানাডায় ভারতীয় হাইকমিশনার এবং অন্যান্য কূটনীতিকরা ২০২৩ সালে একজন ভারতীয় শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার শ্যাজে ডেফেয়ার্সকে ডেকে এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)