অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণমুক্তি ফৌজের ৭৪তম আর্মি গ্রুপের একটি উভচর সাঁজোয়া টিম সম্প্রতি চীনের সমুদ্রসীমায় অপেক্ষাকৃত কম চেনা অঞ্চলে মহড়া দিয়েছে।
বিশেষ এ বাহিনী তাদের সক্ষমতা যাচাইয়ে উভচর সাঁজোয়া অ্যাসল্ট যান এবং পদাতিক যুদ্ধযানসহ বিভিন্ন ধরনের সামরিক গাড়ির একটি কৌশলগত বিন্যাস তৈরি করে। এ সময় গাড়িগুলোর সঙ্গে ছিল নেভি ল্যান্ডিং শিপ।
মহড়ায় দিন ও রাতে সেনারা দ্রুত অবতরণকারী জাহাজে ওঠা-নামার প্রশিক্ষণ নেয়।
ল্যান্ডিং জাহাজে দ্রুত ওঠা ও নামা উভচর বাহনগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ। জরুরি পরিস্থিতিতে জাহাজ ও উপকূলের মধ্যে সেনা ও সরঞ্জাম সরবরাহ করা হয় এগুলো দিয়ে। ওই সময় সমুদ্রে বাতাস ও ঢেউয়ের বাধা টপকে যেতে হয় উভচর যানগুলোকে।
ফয়সল/শান্তা