বিশ্ব মিডিয়া সম্মেলন: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপর গুরত্বারোপ
2024-10-15 20:14:24


 

অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপর গুরত্বারোপ করেছেন বৈশ্বিক মিডিয়ার সাংবাদিকরা। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের রাজধানী উরুমছিতে শুরু হওয়া ৬ষ্ঠ মিডিয়া সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন তারা। 


সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সম্মেলন। 'কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মিডিয়া রুপান্তর' প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সম্মেলনে ১০৬ দেশ ও অঞ্চলের ৫০০ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৮টি মূলধারার গণমাধ্যম, সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

  

অনুষ্ঠানটি সিনহুয়া সংবাদ সংস্থা ও সিনচিয়াং আঞ্চলিক সরকার যৌথভাবে আয়োজন করেছে। 


নাহার/শান্তা