অক্টোবর ১৫: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) গতকাল (সোমবার) মিলানে, চীন-ইতালি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে, ‘হাজার হাজার মাইল দূরে দেখা এবং নতুন যাত্রা শুরু করা’ শীর্ষক এক সাংস্কৃতিক যোগাযোগ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে ইতালির পর্যটনমন্ত্রী ড্যানিয়েলা সান্তানকে বলেন, ইতালি-চীন সম্পর্ক হাজার হাজার বছরের পুরাতন। দু’দেশের সাংস্কৃতিক ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও যোগাযোগ সূদীর্ঘকালের। চীনা পর্যটকদের কাছে ইতালি অন্যতম জনপ্রিয় স্থান। চীনও ইতালীয় পর্যটকদের কাছে আকর্ষণীয়। দু’দেশের জনগণের যোগাযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং পারস্পরিক বোঝাপড়া ও মৈত্রী জোরদারের জন্য গুরুত্বপূর্ণ। ইতালি অব্যাহতভাবে চীনের সাথে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক। দু’দেশের সংলাপ ও সহযোগিতা জোরদার দু’দেশ, এমকি বিশ্বের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অনুকূল।
সিএমজি’র উপপ্রধান সিং পো অনুষ্ঠানে বলেন, চলতি বছর হলো নয়াচীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। সিএমজি দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও বোঝাপড়া জোরদার করার চেষ্টা করবে। আমরা অব্যাহতভাবে ইতালির গণমাধ্যমগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চাই। মানসম্পন্ন অনুষ্ঠান তৈরী, গণমাধ্যমের প্রযুক্তি উদ্ভাবন, প্রতিভা বিনিময় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ইতালির সঙ্গে সহযোগিতা চালাতে চাই।
অনুষ্ঠানে সিএমজি ও ইতালির ক্লাস মিডিয়া গ্রুপের যৌথ নির্মাণে ইউরোপের প্রথম বড় মাপের টিভি ইন্টারভিউ কলাম যা চীনের উন্নয়ন ও আন্তর্জাতিক আলোচিত বিষয়গুলোর অনুষ্ঠান এবং ইতালীয় নেটউই মিডিয়া গ্রুপের সঙ্গে সহযোগিতা চালিয়ে তৈরী অনুষ্ঠান, ‘চীনকে আবিষ্কার করা’ চালু হয়। সিএমজি মিলান ফিনান্সিয়াল নিউজ এজেন্সি ও ইতালিয়ান স্পেস কমিউনিকেশন্স কোম্পানির সঙ্গে সহযোগিতার চুক্তিও স্বাক্ষর করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)