চীনের বড় ঋণ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই: ইয়াও ওয়েন
2024-10-15 20:44:24


অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বড় ঋণ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ-চীন সম্পর্ক: ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি" শীর্ষক সেমিনারে সম্প্রতি এ মন্তব্য করেন তিনি।


চীনা দূতাবাস, সেন্টার ফর চাইনিজ স্টাডিজ এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ  আয়োজন করে এই সেমিনারের। 


সেমিনারে ইয়াও ওয়েন বলেন, 'আমরা আরও নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র নিয়ে খোলামেলা কথা বলতে চাই। করোনা মহামারির সময় শুধু চাইনিজ প্রতিষ্ঠানগুলো এ দেশে কাজ করে গেছে। যা আমাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ। চীনের বড় ঋণ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্বিপক্ষীয় অবস্থানের পরিবর্তন আনতে হবে।'


তিনি বলেন, 'গ্লোবাল সাউথে বাংলাদেশ-চায়নাকে পরস্পরের সহযোগিতা করেই এগোতে হবে। বন্ধুত্বের সম্পর্কের কোনো পরিবর্তন আসবে না। এই সরকারের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করে যেতে চাই। বাংলাদেশ সঠিক পথেই আছে। খুব দ্রুত দেশটি সমৃদ্ধির দেখা পাবে, এটা প্রত্যাশা করে চীন।'


নাহার/শান্তা