অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: আরও পাকাপোক্ত, স্থিতিশীল এবং ফলপ্রসূ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করতে চীন। সোমবার বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সিনেটের প্রেসিডেন্ট সু লাইনসের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন চীনের শীর্ষ আইন প্রণেতা চাও ল্যচি।
চাও ল্যচির আমন্ত্রণে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চীন সফর করছে সু লাইনসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
চাও বলেন, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে, পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও গভীর করতে চীন-অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করবে।
অস্ট্রেলিয়াকে চীন সম্পর্কে সঠিক ধারণায় অটল থাকার, চীনের উন্নয়নকে ইতিবাচক উপায়ে দেখার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে সুসংহত করার আহ্বানও জানান শীর্ষ আইন প্রণেতা।
নাহার/শান্তা