‘পান্ডা সহযোগিতা’ চীন-মার্কিন মৈত্রী উন্নত করবে: বেইজিং
2024-10-15 18:06:18

অক্টোবর ১৫: যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানা থেকে জায়ান্ট  চীনা পান্ডা লুনলুন, ইয়াংইয়াং ও তাদের যমজ কন্যা সম্প্রতি স্বদেশে ফিরে এসেছে। চারটি পান্ডার স্বাস্থ্য ভালো। এদিকে, পান্ডা পাওলি ও ছিপাও আজ (মঙ্গলবার) বিমানযোগে ওয়াশিংটনে যাচ্ছে। নতুন দফার এই ‘পান্ডা সহযোগিতা’ দু’দেশের জনগণের মৈত্রী জোরদার করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীনা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে দু’টি পান্ডার যত্ন নেবেন। জনসাধারণ পান্ডাদের দৈনন্দিন জীবন সম্পর্কে বিভিন্ন উপায়ে জানতে পারবে। আন্তর্জাতিক মানু অনুসারে, পান্ডাগুলোর যত্ন নেবে দু’দেশ। ভবিষ্যতে চীন নিয়মিত বা অনিয়মিতভাবে বিশেষজ্ঞদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে তদন্ত, মূল্যায়ন ও প্রশিক্ষণ দেবেন।

তিনি আরও বলেন, নতুন দফা চীন-মার্কিন পান্ডা আন্তর্জাতিক সংরক্ষণ সহযোগিতা অবশ্যই সুষ্ঠু সহযোগিতার ভিত্তিতে আরও বেশি সাফল্য অর্জন করবে। বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষণে এটি হবে একটি ভালো উদ্যোগ। (ছাই/আলিম/ওয়াং হাইমান)