অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক : দক্ষিণ পশ্চিম চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সিয়াংচৌ কাউন্টির নালু গ্রাম। প্রাচীন এই গ্রাম এখন পর্যটকদের আকর্ষণীয় পর্যটন গন্তব্য।
মিং ও ছিং রাজবংশের(১৩৬৮-১৯১১) সময়কার প্রাচীন বাড়ি দেখা যায় এই গ্রামজুড়ে। ঐতিহ্যবাহী প্রাচীন শৈলীতে নির্মিত গ্রামের বাড়িগুল। এখনো বাড়িগুলো ঠিক আগের মতই যেন প্রাচীন ইতিহাসের বার্তা দেয়।
পর্যটকরা মূলত প্রাচীন স্থাপত্যের বাড়িগুলোয় আকৃষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। এই গ্রামের খাবারের আছে ভিন্নতা। সুস্বাদু খাবারের স্বাদ নিতেও ভিড় করেন পর্যটকরা।
২০১২ সালে রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে ঐতিহ্যবাহী গ্রামগুলো প্রথম ব্যাচে অন্তর্ভুক্ত করা হয়। সেই তালিকায় স্থান পায় এই নালু গ্রামও। তার পর থেকে আরও পর্যটকমুখর হয়ে উঠেছে গ্রামটি।
নাহার/শান্তা