অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি চীনের ফুচিয়ানে চালু হয়েছে ২৬ মেগাওয়াটের উপকূলীয় বায়ু টারবাইন। চীনের বায়ুশক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করেছে এটি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এ বায়ুকল নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন।
শনিবার ফুচিয়ানের ফুছিংয়ে ২৬ মেগাওয়াট অফশোর উইন্ড টারবাইনটি উন্মোচন করেছে তংফাং ইলেকট্রিক। এ টারবাইনের সমস্ত কিছুই তৈরি হয়েছে চীনা প্রযুক্তি ও সরঞ্জামে।
টারবাইন জেনারেটর, ব্লেড, বিয়ারিং এবং ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমসহ বিশ্বমানের সব প্রযুক্তি রয়েছে এতে। বিশেষজ্ঞরা আরও জানালেন, এর সমস্ত যন্ত্রাংশ চীনে তৈরি হওয়ার কারণে এ ধরনের টারবাইনের দামও নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব।
সিয়ামেন ইউনিভার্সিটির এনার্জি পলিসি বিভাগের চায়না ইনস্টিটিউট ফর স্টাডিজের প্রধান লিন বোছিয়াং বলেছেন, এই ধরনের সাফল্য চীনকে উচ্চক্ষমতার বায়ুশক্তি সমাধানের নেতৃত্ব স্থানীয় অবস্থানে নিয়ে গেছে।
তংফাং ইলেকট্রিক বলছে, ২৬ মেগাওয়াটের উইন্ড টারবাইনটি ১৮৫ মিটার লম্বা। বিশ্বব্যাপী দীর্ঘতম রোটর-ব্যাসের একক-ক্ষমতার টারবাইন এটি।
টারবাইনটি উচ্চ ক্ষয়-প্রতিরোধসম্পন্ন করে বানানো হয়েছে এবং এতে ডুয়াল অ্যান্টি-টাইফুন নকশা রয়েছে। চরম আবহাওয়াতেও টিকে থাকবে এটি। উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে উচ্চগতির বাতাসের গতিবিধি বুঝে এর নকশা করা হয়েছে।
ফয়সল/শান্তা