চীনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ অনুষ্ঠিত
2024-10-15 16:36:07

অক্টোবর ১৫: গতকাল (সোমবার) বিকেলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ফোনালাপ করেছেন।

ফোনালাপ সি বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১০ বছরের মধ্যে তিনি ৮ বার চীন সফর করেছেন এবং ১২ বার প্রেসিডেন্ট সি’র সঙ্গে দেখা করেছেন। দু’পক্ষের যৌথ প্রচেষ্টায় দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতার নতুন কাঠামো গড়ে উঠেছে। দ্বিপাক্ষিক মৈত্রী উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিয়ে জনাব সি বলেন, ইন্দোনেশিয়ার নতুন সরকার দ্বিপাক্ষিক অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণে আরো বেশি ইতিবাচক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করে বেইজিং।

জনাব সি জোর দিয়ে বলেন যে, ইন্দোনেশিয়ার সাথে গুণগতমানের ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করতে চায় চীন, জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলের ব্যবস্থাপনা উন্নত করে দু’দেশের জনকল্যাণ হবে। আগামী বছর বান্দুং সম্মেলন আয়োজনের ৭০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি ও বান্দুং চেতনা সম্প্রচার করবে চীন; যাতে ‘গ্লোবল সাউথ’ দেশগুলোর সহযোগিতা উন্নত করা যায় এবং বিভিন্ন উন্নয়নশীল দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করা যায় এবং যৌথভাবে আঞ্চলিক ও বিশ্বের উন্নয়ন, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করা যায়।

জনাব জোকো বলেন, গত ১০ বছর প্রেসিডেন্ট সি’র সাথে আন্তরিক ও গভীর মৈত্রী স্থাপন করেছি। দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক ও বিভিন্ন খাতের পারস্পরিক কল্যাণকর সহযোগিতায় ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। ইন্দোনেশিয়ার অর্থনীতির উন্নয়নে চীনের ইতিবাচক অবদানের কৃতজ্ঞতা জানান তিনি। জাকার্তা-বান্দুং দ্রুতগতি রেল দু’পক্ষের ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণের দৃষ্টান্ত। ইন্দোনেশিয়ার নতুন সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরো বেশি ভূমিকা পালন করবে।

(সুবর্ণা/তৌহিদ)