চীনে থ্রি বডি প্রবলেম খ্যাত সায়েন্স ফিকশন লেখককে উৎসর্গ করে জাদুঘর
2024-10-15 20:25:50

অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শানসি প্রদেশের ইয়াংছুয়ানে চালু হয়েছে এক অন্যরকম জাদুঘর। গত রোববার দেশটির বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক হুগো পুরস্কারজয়ী ঔপন্যাসিক লিউ ছিসিনকে নিয়ে গড়ে তোলা হয়েছে জাদুঘরটি।

এ সম্মান গ্রহণ করার সময় বিশ্বজুড়ে প্রশংসিত সাই-ফাই উপন্যাস ট্রিলজি দ্য থ্রি-বডি প্রবলেম-এর লেখক লিউ বলেন, তিনি আশা করেন জাদুঘরটি সাধারণ জনগণকে কল্পবিজ্ঞান সাহিত্য বুঝতে সাহায্য করবে এবং সাহিত্যের এ ধারার প্রতি আগ্রহ তৈরি করবে।

৭০০ বর্গমিটারজুড়ে তৈরি করা জাদুঘরটিতে লিউয়ের শৈশব, তার বই, পুরস্কার এবং তার কাজ থেকে অনুপ্রাণিত সাংস্কৃতিক ও সৃজনশীল সামগ্রী সম্পর্কে জানাবে। এখানে রাখা হয়েছে এমন সব প্রজেক্টর যা লিউয়ের উপন্যাসে বর্ণিত আন্তঃনাক্ষত্রিক অভিযানের আবহ তৈরি করবে।

১৯৬৩ সালে জন্মগ্রহণকারী, লিউ ১৯৯০ দশকের শেষের দিকে এবং ২০০০ সালের শুরু থেকেই খ্যাতি অর্জন করেন। যার মধ্যে রয়েছে দ্য ভিলেজ টিচার এবং দ্য ওয়ান্ডারিং আর্থ-এর মতো জনপ্রিয় উপন্যাসের লেখক তিনি।

দ্য থ্রি-বডি প্রবলেম-এর প্রথম খণ্ডটি ২০০৬ সালে একটি ম্যাগাজিনে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশ হয়। ২০১৫ এর জন্য লিউ পান দ্য হুগো পুরস্কার। প্রথম এশীয় লেখক হিসেবে তিনি এ সম্মান পান। বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশ পায় ২০০৮ সালে এবং তৃতীয় খণ্ড ২০১০ সালে।

থ্রি-বডি ফ্র্যাঞ্চাইজের প্রধান চাও চিলংয়ের মতে, ট্রিলজিটি ৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে, অনূদিত হয়েছে ৩৫টি ভাষায়।

লিউ-এর উপন্যাসে এই বছর নেটফ্লিক্স ইংরেজি ভাষার ‘৩ বডি প্রবলেম’ নামের একটি সিরিজ প্রকাশ করে। গত বছর চায়না সেন্ট্রাল টেলিভিশনে টেনসেন্ট এনেছিল সিরিজটি। লিউয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ২০১৯ সালের সিনেমা দ্য ওয়ান্ডারিং আর্থ বক্স অফিসে ৪৭০ কোটি ইউয়ান আয় করেছিল। 

এপ্রিলে প্রকাশিত একটি শিল্প প্রতিবেদনে দেখা গেছে, চীনে কল্পবিজ্ঞান সাহিত্যের বাজার গত বছর ছিল ১১৩ বিলিয়ন ইউয়ান, যা গতবছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। 

ফয়সল/শান্তা