চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার সূচক বাড়ালো গোল্ডম্যান স্যাকস
2024-10-15 20:15:30

অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অর্জনের পূর্বাভাস দিয়েছে বিশ্বের আলোচিত অর্থনৈতিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। গ্লোডম্যান  স্যাকস রোববার একটি অর্থনৈতিক বিশ্লেষণ প্রকাশ করেছে। যেখানে উল্লেখ করা হয় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস  পূর্নবিবেচনা করে ৪ দশমিক ৭ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৯ শতাংশ করা হয়েছে’।    

প্রতিষ্ঠানটি উল্লেখ করে, এই বছরে ভোক্তা বাজারে পুনরুদ্ধারের গতি অব্যাহত রাখবে। 

বিনিয়োগের ইস্যুতে গোল্ডম্যান স্যাক্স বলছে, চীনের উৎপাদন এবং অবকাঠামো খাতে বিনিয়োগের হার কয়েকগুণ বাড়বে। 

এদিকে জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, চীনের জিডিপি প্রথমার্ধে প্রায় ৬১ দশমিক ৬৮ ট্রিলিয়ন ইউয়ানে  পৌঁছেছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। 

নাহার/শান্তা