২০৫০ সাল পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের পরিকল্পনা উন্মোচন করলো চীন
2024-10-15 20:41:05

অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ বিজ্ঞানের জন্য একটি জাতীয় উন্নয়ন কর্মসূচি উন্মোচন করেছে চীন। মঙ্গলবার চালু হওয়া এ কর্মসূচির অধীনে চলতি বছর থেকে ২০৫০ সাল পর্যন্ত মহাকাশ গবেষণা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে। বেইজিংয়ের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং চায়না ম্যানড স্পেস এজেন্সি যৌথভাবে প্রথমবারের মতো এই ধরনের কর্মসূচি ঘোষণা করে।

প্রোগ্রামটি চীনের মহাকাশ বিজ্ঞানের উন্নয়ন লক্ষ্যগুলোর রূপরেখা দেবে। এর মধ্যে পাঁচটি মূল বৈজ্ঞানিক থিমের অধীনে ১৭টি অগ্রাধিকার পাওয়া ক্ষেত্র রয়েছে। দেশটির মহাকাশ বিজ্ঞানের প্রচেষ্টায় সাম্প্রতিক বছরগুলোয় ডার্ক ম্যাটার গবেষণা, কোয়ান্টাম এবং স্পেস ফিজিক্স মিশনে সাফল্য পাওয়া গেছে।

চীনের ভবিষ্যতের মহাকাশ গবেষণার পাঁচটি মূল থিমের মধ্যে রয়েছে মহাবিশ্বের সৃষ্টি ও বিবর্তন, গ্র্যাভিটেশনাল ওয়েভ শনাক্তকর, সূর্য ও পৃথিবীর প্যানোরামিক দৃশ্য, বাসযোগ্য গ্রহ অনুসন্ধান এবং মহাকাশে জৈবিক ও ভৌত বিজ্ঞানের পরীক্ষা। 

ফয়সল/শান্তা