সিপিসি'র কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যানের সঙ্গে রুশ প্রতিরক্ষমন্ত্রীর বৈঠক
2024-10-15 18:03:30

অক্টোবর ১৫: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান চাং ইয়ৌ সিয়া আজ (মঙ্গলবার) বেইজিংয়ে সফররত রুশ প্রতিরক্ষমন্ত্রী আন্দ্রে রেমোভিচ বেলোসভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে চাং বলেন, চীন-রাশিয়া সম্পর্ক সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং অব্যাহতভাবে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। দু’দেশের নেতাদের সম্পাদিত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, উচ্চ পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে, দু’দেশের বাহিনীর সম্পর্ক উন্নত করতে, এবং যৌথভাবে আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণ করতে হবে।

জবাবে বেলোসভ বলেন, রাশিয়া অব্যাহতভাবে চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে নতুন যুগে রাশিয়া-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করা যায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)