অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক : ‘ঘুড়ির রাজধানী’ হিসেবে পরিচিত পূর্ব চীনের শানতোং প্রদেশ। এই প্রদেশের ওয়েইফাং শহরের ঘুড়ি চমৎকার কারুকাজের জন্য বিখ্যাত। বিশ্বের ৭০ শতাংশের বেশি ঘুড়ি এই শহরেই তৈরি হয়। এ শহরকে কেন্দ্র করে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দেশটির ঘুড়িশিল্প।
এই ওয়েইফাং শহরে রয়েছে ৬০০টির বেশি ঘুড়ি নির্মাণ করাখানা। এই মধ্যে অন্যতম হাথিং জেলায় কারখানাগুলো। যেখান প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে বিভিন্ন আকারের এবং ডিজাইনের ঘুড়ি। গ্রামের নারী-পুরুষ উভয়ই কাজ করছে এসব কারখানায়।
২০০৬ সালে ওয়েইফাংয়ের ঘুড়ি উৎপাদন দক্ষতাকে জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
বর্তমানে ওয়েইফাংয়ের বিভিন্ন কারখানা থেকে ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ঘুড়ি বিক্রি করা হয়, যার বার্ষিক উৎপাদনমূল্য ২ বিলিয়ন ইউয়ানেরও বেশি।
নাহার/শান্তা