অক্টোবর ১৫: গতকাল (সোমবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোনালাপ করেছেন। উভয় পক্ষই চীন-ইরান সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন। তাঁরা দু’দেশের সর্বস্তরে আদান-প্রদান বজায় রাখা এবং বাস্তব সহযোগিতা প্রচার করার কথা ব্যক্ত করেছেন।
আব্বাস আরাকচি বলেন, ইরান বর্তমান আঞ্চলিক পরিস্থিতির সামগ্রিক বৃদ্ধির ঝুঁকি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটি সংঘাতের আরও বিস্তার দেখতে চায় না। ইরান আন্তর্জাতিক বিষয়ে চীনের গুরুত্বপূর্ণ প্রভাবকে অনেক গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা এবং পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উপায় ব্যবহার করতে চায়। ইসরায়েলের উচিত ঝুঁকি এড়ানো এবং সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়া।
ওয়াং ই বলেন, গাজার বর্তমান সংঘাতের নেতিবাচক প্রভাব স্পষ্টভাবে ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। চীন সর্বদা আলোচনা ও পরামর্শের মাধ্যমে হট-স্পট সমস্যাগুলো সমাধান করার পক্ষে আছে এবং দ্বন্দ্ব তীব্র করা, বিরোধ বিস্তারের বিরোধিতা করে। চীন সামরিক দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সহায়ক আচরণ করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে। চীন একটি দায়িত্বশীল প্রধান দেশ হিসাবে তার দায়িত্ব পালন করবে, বিষয়টির যোগ্যতা থেকেই সব পক্ষের সাথে যোগাযোগ জোরদার করবে, আরও আন্তর্জাতিক ঐকমত্য ও শক্তি সংগ্রহ করবে এবং সংঘাত কমাতে গঠনমূলক ভূমিকা পালন করবে।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)