চীন ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত
2024-10-15 10:58:04

অক্টোবর ১৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র অনুরোধে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সাথে ফোনালাপ করেছেন।

কাটজ আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগ অবহিত করেছেন।

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও ক্রমবর্ধমান সংঘাতের কারণে আন্তর্জাতিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। সর্বোচ্চ অগ্রাধিকার হল অবিলম্বে গাজায় একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা, সব জিম্মি মুক্তি দেওয়া এবং গাজায় নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা। দেশ ও জাতি নির্বিশেষে, সব জীবন সমান মূল্যবান এবং গাজায় মানবিক বিপর্যয় চলতে দেওয়া উচিত নয়। সহিংসতাকে সহিংসতা দিয়ে মোকাবিলা করে উদ্বেগ দূর করা যায় না। গাজার সংঘাত আবারও দেখিয়েছে যে, ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্য ইস্যুর মূল বিষয়। আন্তর্জাতিক সমাজের কণ্ঠস্বর খুব স্পষ্ট, অর্থাত্ দ্রুত ‘দুই-রাষ্ট্র সমাধানের’ রাজনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়া, শেষ পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান এবং ইহুদি ও আরব জাতির সুরেলা সহাবস্থান নিশ্চিত করা। যা ইসরায়েল সহ সব পক্ষের জন্য স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তা অর্জনের সঠিক পথ।

ওয়াং ই বলেন, চীন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার প্রতি গভীর মনোযোগ দেয়। চীন মনে করে, এ অঞ্চলে আরও যুদ্ধ ও বিশৃঙ্খলা কোনো পক্ষের জন্য অনুকূল নয়। সব পক্ষ সতর্কতার সাথে কাজ করবে এবং পরিস্থিতি দুষ্ট চক্রের মধ্যে পড়া এড়াবে।

ওয়াং ই জোর দিয়ে বলেন, ইউএনএফআইএল নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অনুমোদন অনুসারে শান্তিরক্ষার কাজ সম্পাদন করে। সংস্থাটির কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের উচিত দৃঢ় পদক্ষেপ নেওয়া।

 

(রুবি/তৌহিদ/সুবর্ণা)