অক্টোবর ১৫: গতকাল (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী ভবনে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বৈঠককালে লি ছিয়ান বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় চীন এবং দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে নতুন যুগে দ্বিপাক্ষিক অভিন্ন কল্যাণের সমাজ গঠনের চেষ্টা করা হবে। দেশের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে সমর্থন দেবে চীন। পাকিস্তানের সাথে ‘সিপেক’ নির্মাণ কাজকে কেন্দ্র করে রেলপথ, রাস্তা ও বন্দরসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প সহযোগিতা দ্রুততর করতে ইচ্ছুক চীন, শিল্পের সংমিশ্রিত উন্নয়ন জোরদার করে কৃষি, খনিজ সম্পদ, তথ্য প্রযুক্তি ও জ্বালানি সম্পদসহ বিভিন্ন বাস্তব সহযোগিতা গভীরতর করা হবে। পাশাপাশি, সন্ত্রাসদমনে বহুপক্ষীয় সমন্বয় ও সহযোগিতাও ঘনিষ্ঠ করতে চায় বেইজিং।
শাহবাজ বলেছেন, পাকিস্তান ও চীনের মৈত্রী বিভিন্ন চ্যালেঞ্জ ও পরীক্ষায় পাস করেছে, যা বেশ সুসংবদ্ধ। দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে পাকিস্তান, তাইওয়ান, সিচাং এবং সিনচিয়াং ইস্যুতে চীনের অবস্থান এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ৩টি বৈশ্বিক প্রস্তাব সমর্থন করবে। সম্প্রতি পাকিস্তানের করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত চীনাদের প্রতি সমবেদনা জানিয়েছে পাক সরকার এবং হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা করছে তারা।
বৈঠকের পর দু’দেশের প্রধানমন্ত্রী সিপেক ও গণজীবিকা খাতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন খাতের সহযোগিতামূলক দলিল বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)