অক্টোবর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী তোং চুন। সোমবার বেইজিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এই বছর চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী উল্লেখ করে, তোং বলেন, উচ্চ-স্তরের পারস্পরিক আস্থা এবং নিবিড় সহযোগিতা সমন্বিত দ্বিপক্ষীয় সম্পর্ক প্রধান দেশগুলোর মধ্যে একটি অনুকরণীয় মডেল।
তোং বলেন, দুই সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর করা উচিত এবং তাদের সহযোগিতার গুণমান ও কার্যকারিতা বৃদ্ধি করা উচিত।
তিনি আরও বলেন, উভয় পক্ষের উচিত ক্রমাগত সামরিক সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নেওয়া, দৃঢ়ভাবে দুই দেশের সাধারণ স্বার্থ রক্ষা করা এবং বৈশ্বিক স্থিতিশীলতা ও কৌশলগত সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করা।
বেলোসভ বলেন, বিশ্ব ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় রাশিয়া ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, রাশিয়ান পক্ষ ক্রমাগত দক্ষ সহযোগিতা চালিয়ে যেতে এবং যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় চীনা পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।
আলোচনার আগে, তোং বেলোসভের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেন এবং চীনা গণমুক্তি সেনাবাহিনীর গার্ড অব অনার পরিদর্শনে তার সাথে ছিলেন।
শান্তা/ফয়সল