অক্টোবর ১৫: পাকিস্তান সফররত চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ (মঙ্গলবার) ইসলামাবাদে পাক সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি ও জাতীয় কংগ্রেসের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠকে মিলিত হন।
বৈঠকে লি বলেন, চীন-পাকিস্তান পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ আছে। আশা করা যায়, পাক সেনেট ও জাতীয় কংগ্রেস দু’দেশের সম্পর্ক ও সহযোগিতার মান উন্নয়নের জন্য সুষ্ঠু আইনি পরিবেশ গড়ে তুলবে। চীন পাকিস্তানের সাথে আইনগত সংস্থা পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
জবাবে পাক সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি ও জাতীয় কংগ্রেসের স্পিকার সরদার আয়াজ সাদিক বলেন, পাক সিনেট ও জাতীয় কংগ্রেস আরেক ধাপে চীনা জাতীয় গণকংগ্রেসের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী। (ছাই/আলিম/ওয়াং হাইমান)