লি ছিয়াং এবং ফাম মিন চিনের বৈঠক অনুষ্ঠিত
2024-10-14 11:26:37

অক্টোবর ১৪: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (রোববার) ভিয়েতনামে দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক করেছেন।

লি ছিয়াং বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে দু’পার্টি ও দু’দেশের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করেছে। দু’পক্ষ কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা গভীরতর করতে চায়। চীন দৃঢ়ভাবে ভিয়েতনামের বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ সমাজতান্ত্রিক পথ চলায় সমর্থন দিয়ে দেশটির সঙ্গে উন্নয়নকৌশলের সংযুক্তি জোরদার করবে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ ও ‘দু’টি করিডোর এক সার্কেল’ কাঠামো সংযুক্তির সহযোগিতামূলক পরিকল্পনা কার্যকর করবে, অব্যাহতভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মান উন্নত ও আপগ্রেড বেগবান করতে চায়।

 

ফাম মিন চিন বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হলো দেশটির পার্টি ও সরকারের প্রথম অগ্রাধিকার ও কৌশলগত বাছাই। আগামী বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এ সুযোগে ভিয়েতনাম চীনের সঙ্গে অর্থ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেগবান করা, পরিবহন অবকাঠামোর আন্তঃযোগাযোগ দ্রুততর করা, অর্থনৈতিক সহযোগিতামূলক অঞ্চলের মতো নতুন রূপ অনুসন্ধান করা, নবোদিত খাতের সহযোগিতা সম্প্রসারণ করা এবং শিক্ষা, পর্যটন ও যুব বিনিময় ঘনিষ্ঠতর করতে চায়।

(প্রেমা/তৌহিদ/ছাই)