অক্টোবর ১৪: গতকাল (রোববার) ফিলিস্তিনি সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, এদিন গাজার মধ্যাঞ্চলের নুসেলেট শরণার্থী ক্যাম্পের একটি স্কুলের ওপর ইসরায়েলি বিমান হামলায় শিকার হয়েছে, তাতে কমপক্ষে ১৯জন প্রাণ হারিয়েছেন।
ওই স্কুলে ব্যাপক গৃহহারা লোক রয়েছে। এদিন গাজার উত্তরাঞ্চলের সতী শরণার্থী ক্যাম্পের ওপর ইসরায়েলি বিমান হামলায় ৫টি শিশু প্রাণ হারায়।
এ দুটি বিমান হামলার বিষয়ে কোনো মন্তব্য করে নি ইসরায়েল। তবে, রোববার প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে, গত এক দিনে গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে তারা। এতে প্রায় ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে কয়েক ডজন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার সংঘর্ষ শুরু হলে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৯৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)