'জয়েন্ট সোর্ড ২০২৪বি' সামরিক মহড়া আয়োজন করেছে পিএলএ’র ইস্টার্ন কমান্ড
2024-10-14 13:16:13

অক্টোবর ১৪: চীনা গণ-মুক্তিফৌজ পিএলএ’র ইস্টার্ন কমান্ডের সংবাদ মুখপাত্র সিনিয়র কর্নেল লি সি বলেছেন, আজ (সোমবার) চীনের পিএলএ’র ইস্টার্ন কমান্ডে সেনা, নৌ ও রকেট বাহিনী নানা শক্তি প্রয়োগ করেছে এবং তাইওয়ান প্রণালীর দু’তীরে, তাইওয়ান দ্বীপের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে 'জয়েন্ট সোর্ড ২০২৪বি' সামরিক মহড়া চালিয়েছে।

 

জাহাজ ও বিমান একাধিক দিক থেকে তাইওয়ান দ্বীপের কাছাকাছি পৌঁছায়। বিভিন্ন ধরণের সামরিক শক্তি যৌথভাবে আক্রমণ পরিচালনা করে। যা ‘তাইওয়ানের স্বাধীনতার’ দাবিদার বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি শক্তিশালী প্রতিবন্ধকতা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য রক্ষার একটি বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)