অক্টোবর ১৪: আজ (সোমবার) চীনা গণমুক্তি ফৌজের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ও রকেট বাহিনী, তাইওয়ান প্রদেশকে ঘিরে, একটি যৌথ সামরিক মহড়ার আয়োজন করে।
তাইওয়ান প্রণালী এবং তাইওয়ান প্রদেশের উত্তর, দক্ষিণ, ও পূর্ব দিকে, ‘জয়েন্ট সার্প সোর্ড-২০২৪বি’ শীর্ষক এই মহড়া চালানো হয়। নৌবাহিনীর কর্নেল লি চিয়া জানান, এ মহড়া ছিল তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ ধারণার বিরুদ্ধে এবং জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষের একটি আবশ্যকীয় তত্পরতা।
আর মহড়ার উদ্দেশ্য ছিল, সম্ভাব্য যুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় ও বাহিনীগুলোর যুদ্ধক্ষমতা পরীক্ষা করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)