চীনের উথ্যং পর্বতমালায় আন্তর্জাতিক থাই ছি সম্মেলন
2024-10-14 19:11:57


অক্টোবর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক বিনিময় এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের সুযোগ দিতে থাই ছি বিশ্ব সম্মেলন শুরু হয়েছে। শনিবার মধ্য চীনের হুবেই প্রদেশের উথ্যং পর্বতমালায় এই সম্মেলন শুরু হয়।  


এই আয়োজনটি একটি উৎসবের মতো। তাই ইভেন্টটি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পর্যটন, তাত্ত্বিক গবেষণা এবং অর্থনৈতিক ও বাণিজ্য কার্যক্রমকে অন্তর্ভুক্ত করেছে।


তিন দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের অংশগ্রহণকারীরা ইভেন্টটিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। তাদের মধ্যে ৪৫ টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৪শ’ জনের বেশি ক্রীড়াবিদ, ৫শ’ জনের বেশি বিশেষজ্ঞ, পণ্ডিত এবং বিশ্বব্যাপী মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রয়েছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন কার্যক্রম চলছে।  

   

উথ্যং পর্বত, একটি বিশ্ব-বিখ্যাত তাওবাদী পবিত্র স্থান এবং থাই ছি সংস্কৃতির জন্মভূমি হিসেবে খ্যাত। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে তাওবাদী সংস্কৃতি বিষয়ে উৎসাহীদের আকর্ষণ করছে এটি। ইন্টারনেটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এখানকার মার্শাল আর্ট এবং সংস্কৃতির প্রভাব আরও প্রসারিত হয়েছে।


পরিসংখ্যান অনুসারে, বর্তমানে ১৫০টিরও বেশি দেশ এবং অঞ্চলে ১০ কোটির বেশি লোক থাই ছি  অনুশীলন করছে, ৮০টি দেশ এবং অঞ্চলে থাই ছি সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।  


ঐশী/শান্তা