তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতিহত করতে হবে: বেইজিং
2024-10-14 18:32:39

অক্টোবর ১৪: ‘স্বাধীন তাইওয়ান’ ধারণা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিমূলক আচরণ অবশ্যই প্রতিহত করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, তাইওয়ান প্রদেশকে ঘিরে চীনের গণমুক্তি ফৌজের যৌথ সামরিক মহড়া প্রসঙ্গে, উক্ত মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, চীন বরাবরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণের চেষ্টা করতে আসছে। এটি সবাই জানে। তাইওয়ান হলো চীনের একটি অংশ। তাইওয়ানের সমস্যা হলো চীনের অভ্যন্তরীণ বিষয়; কোনো বিদেশী শক্তির এতে হস্তক্ষেপের অধিকার নেই। যদি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা এবং আঞ্চলিক সমৃদ্ধি চায়, তবে দেশটির উচিত ‘এক-চীননীতি’ এবং ‘চীন-মার্কিন তিনটি যৌথ ঘোষণা’ মেনে চলা। (ছাই/আলিম/ওয়াং হাইমান)