অক্টোবর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: কাজাখস্তান সীমান্তবর্তী চীনের হরগোস বন্দরে প্রবেশ এবং প্রস্থানকারী যানবাহনের সংখ্যা চলতি বছর চার লাখ ছাড়িয়ে গেছে। শনিবার পর্যন্ত এই হিসাব জানিয়েছে স্থানীয় সীমান্ত পরিদর্শন স্টেশন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত বন্দরটি মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীনের বাণিজ্যে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান পরিমাণে মালামাল পরিবহন করছে।
প্রতিদিন হাজার হাজার ট্রাক বন্দর দিয়ে যাচ্ছে। বায়ু শক্তি সরঞ্জাম, নতুন শক্তির যাত্রীবাহী যান, প্রকৌশল যন্ত্রপাতি এবং হিমায়িত অবস্থায় পচনশীল পণ্য পাঠানো হচ্ছে যেগুলো কাজাখস্তান এবং উজবেকিস্তানের মতো দেশে যাচ্ছে।
যানবাহন রপ্তানির ক্ষেত্রে চীনের বৃহত্তম স্থল বন্দর হিসাবে, হরগোস বন্দর এই বছরের প্রথমার্ধে ৭৫,০০০ টিরও বেশি বাণিজ্যিক যানবাহন রপ্তানি করেছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শান্তা/মিম