নয় মাসে মুদ্রাস্ফীতি ০.৩ শতাংশ বেড়েছে চীনে
2024-10-14 18:42:38

অক্টোবর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে গেল নয় মাসে মুদ্রাস্ফীতির প্রধান পরিমাপক ভোক্তামূল্য সূচক (সিপিআিই) আগের বছরের একই সময়ের তুলনায় ০.৩ শতাংশ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো রোববার এ তথ্য জানায়।

ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের মূল্য পর্যবেক্ষণ কেন্দ্রের বিশ্লেষণ ও পূর্বাভাস বিভাগের পরিচালক চাং সুয়েউ বলেছেন, প্রথম নয় মাসে সিপিআই বেড়েছে প্রধানত জ্বালানি  ও পরিষেবার মূল্য বাড়ার কারণে।

পরিসংখ্যান ব্যুরো জানায়,  জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত খাদ্যমূল্য হ্রাস অব্যাহত ছিল। গেল বছরের একই সময়ের তুলনায় খাদ্যমূল্য হ্রাসের হার ছিল ১.২ শতাংশ।

ব্যুরোর তথ্যমতে,  সেপ্টেম্বরে চীনের সিপিআই গেল বছরের আগের সময়ের তুলনায় ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা আগস্ট মাসের বৃদ্ধির হারের তুলনায় কম।

নাহার/শান্তা