অক্টোবর ১৪: আজ (সোমবার) ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়, রোববার দেশের উত্তরাঞ্চলের বিন্যামিনার কাছে সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের চার সেনা নিহত এবং আরো সাতজন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আইডিএফ সংশ্লিষ্ট তদন্ত করছে।
হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিকন টিভির সূত্রে জানা গেছে, ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে এদিন বিন্যামিনার কাছে আইডিএফের গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ক্যাম্পের ওপর ড্রোন হামলা চালানো হয়।
উল্লেখ্য, গতকাল রাতে হিজবুল্লাহ মোট ৩টি ড্রোন পাঠায়। তবে দুটি ড্রোন ঠেকিয়ে দেওয়া হয়। ইসরায়েলের উদ্ধারকারী প্রতিষ্ঠান ‘ডেভিডের লাল ঢাল’ জানিয়েছে যে, এ ড্রোন হামলায় কমপক্ষে ৬৭জন আহত হয়েছে। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)