সাংস্কৃতিক পর্যটনকে বাড়াতে পঞ্চাশটি প্রকল্প
2024-10-14 18:41:40

অক্টোবর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য চীনের হুবেই প্রদেশে রোববার অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ট্রাভেল এজেন্ট সম্মেলনের সময় ৫১ বিলিয়ন ইউয়ান(প্রায় ৭.২ বিলিয়ন মার্কিন ডলার) এর মোট চুক্তি মূল্যের পঞ্চাশটি সাংস্কৃতিক পর্যটন প্রকল্প স্বাক্ষরিত হয়েছে।

বিশ্বের ৩০টি দেশ ও অঞ্চলের ট্রাভেল এজেন্টরা চীনের প্রধান পর্যটন গ্রুপের নেতাদের সঙ্গে সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের লক্ষ্য চীনের অভ্যন্তরীণ পর্যটন খাত পুনরুদ্ধার করা এবং হুবেইকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।

হুবেই ইভেন্ট চলাকালীন আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাঁচটি বুটিক রুটও চালু করেছে, যার মধ্যে রয়েছে তার বিখ্যাত শ্যননংচিয়া ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, উতাং মাউন্টেন এবং থ্রি গর্জেস।

শান্তা/মিম