লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীরা অবস্থান ত্যাগ করবে না: আন্তোনিও গুতেরহিস
2024-10-14 18:18:55


অক্টোবর ১৪: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস ১৩ই অক্টোবর বলেন, বিগত কয়েক দিনে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল)-এর অবস্থানের ওপর অসংখ্য হামলা হওয়া সত্ত্বেও, বাহিনীর সদস্যরা নিজেদের অবস্থান থেকে নড়বে না।

এক বিবৃতিতে মহাসচিব বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি হামলা উদ্বেগজনক। জাতিসংঘের শান্তিরক্ষী ও বিভিন্ন এজেন্সির কর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গুতেরহিস বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনসহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের মতো ব্যাপার। তিনি ইসরায়েলসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃতীত ১৭০১ নম্বর প্রস্তাব পুরোপুরি মেনে চলার আহ্বানও জানান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)