অক্টোবর ১৩: সফররত চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ও লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানদোনে, গতকাল (শনিবার) ভিয়েনতিয়েনে, চীন সরকারের সহায়তায় নির্মিত মাহোসো হাসপাতাল-ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। মাহোসো হাসপাতাল লাওসের বৃহত্তম বহুমুখী হাসপাতাল এবং চিকিত্সা প্রশিক্ষণকেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রধানমন্ত্রী বলেন, মাহোসো হাসপাতাল হলো ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় দু’দেশের সহযোগিতার প্রতীক। সাম্প্রতিক বছরগুলোয় দু’দেশ অব্যাহতভাবে পরস্পরের উন্নয়ন-কৌশল সংযুক্তির মাধ্যমে, দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নত করেছে এবং ধারাবাহিক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করেছে। বর্তমান জটিল আন্তর্জাতিক অবস্থায়, চীন লাওসের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে, আরও বেশি সাফল্য অর্জন করতে চায়।
সোনেক্সাই বলেন, মাহোসো জেনারেল হাসপাতাল প্রকল্প একটি উল্লেখযোগ্য জীবিকা প্রকল্প। এটি লাওসের চিকিত্সাব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থায়ীভাবে লাওসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন-প্রক্রিয়ায় ব্যাপক সমর্থন দেওয়ায় তিনি চীনকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, তার দেশ চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার এবং দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজ ত্বরান্বিত করতে ইচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)