অক্টোবর ১৩: সেপ্টেম্বরে চীনের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ০.৪ শতাংশ। আগস্ট মাসেও সিপিআই একই ছিল। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (শুক্রবার) এ তথ্য প্রকাশ করে।
ব্যুরো জানায়, সেপ্টেম্বরে খাদ্যমূল্য বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৩ শতাংশ। এ ছাড়া, সেপ্টেম্বরে খাদ্যবহির্ভুত পণ্যের দাম ০.২ শতাংশ কমেছে।
এদিকে, আন্তর্জাতিক পণ্যমূল্যের ওঠানামা ও দেশীয় বাজারে অপর্যাপ্ত চাহিদাসহ বিভিন্ন ফ্যাক্টরের কারণে, সেপ্টেম্বরে গোটা চীনে শিল্প উত্পাদক মূল্য সূচক (পিপিআই) কমেছে বার্ষিক ২.৮ শতাংশ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)