চীনের একটি উদ্যানে ১৭ প্রজাতির নতুন কীটপতঙ্গ আবিষ্কার
2024-10-13 16:17:08


অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক : পূর্ব চীনের উয়িশান জাতীয় উদ্যানে কীটপতঙ্গের নতুন ১৭টি প্রজাতি আবিষ্কৃত হয়েছে। তিন বছর ধরে করা এক জরিপে উঠে এসেছে এ তথ্য। 

পোকামাকড়ের আদর্শ আবাসস্থল উয়িশান জাতীয় উদ্যান। তাই এই পার্ক ‘পতঙ্গের বিশ্ব’ নামে সুপরিচিত। 


২০২১ সালে শুরু হওয়া এই অনুসন্ধানে ৩৪টি পোকামাকড়ের সন্ধান পেয়েছেন গবেষকরা। এর মধ্যে ১৭টি নতুন প্রজাতির। নতুন আবিষ্কৃত এই পোকামকড়ের মধ্যে এলাফ্রোপেজা প্রজাতির পাঁচটি নতুন প্রজাতি পাওয়া গেছে। 


সরকারি তথ্য বলছে, উয়িশান জাতীয় উদ্যানে ৭ হাজার ৯২৫টি কীটপতঙ্গের প্রজাতি রয়েছে, যার মধ্যে সাতটি জাতীয় সুরক্ষিত বন্যপ্রাণী হিসেবে শ্রেণিভুক্ত। এ ছাড়া এখানে প্রথম-শ্রেণির সুরক্ষিত টেইনোপালপাস অরিয়াস নামের প্রজাপতিও রয়েছে। 


নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি