চলতি বছর চীনে গাড়ি উৎপাদন ও বিক্রি বেড়েছে
2024-10-13 18:25:46

 

অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম ৯ মাসে চীনে গাড়ি নির্মাণ করা হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ইউনিট। একই সঙ্গে বেড়েছে বিক্রির পরিমাণ। এই সময়ে বিক্রি হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭১ হাজার ইউনিট।

 

শনিবার প্রকাশিত তথ্য অনুসারে, একই সময়ের মধ্যে নতুন শক্তির গাড়ির উৎপাদন এবং বিক্রয় দুটোই ৩০ শতাংশের বেশি বেড়েছে।

 

দেশটির সরকার ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে এবং দূষণ কমাতে বিভিন্ন উৎসাহমূলক নীতি গ্রহণ করেছে। এর ফলে গাড়ি নির্মাতারা নতুন শক্তির গাড়ি উৎপাদনে বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে। পাশাপাশি উন্নত প্রযুক্তি, গড় আয় বৃদ্ধি অন্যতম কারণ।

 

চীনের গাড়ি শিল্পের দ্রুত প্রবৃদ্ধি বিশ্বব্যাপী গাড়ি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বৃদ্ধি চীনকে একটি শক্তিশালী অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শুভ/ফয়সল

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি