ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক
2024-10-13 16:04:40

অক্টোবর ১৩: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (শনিবার) হ্যানয়ে, ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি বলেন, চীন ভিয়েতনামের সাথে, দু’দেশের সর্বোচ্চ নেতৃবৃন্দ কর্তৃক সম্পাদিত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে, দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে এবং রেলপথ, মহাসড়ক, ও বন্দরসহ বিভিন্ন অবকাঠামো খাতে সহযোগিতা জোরদার করতে চায়। পাশাপাশি, চীন ভিয়েতনামের সাথে অন্তঃদেশীয় অর্থনৈতিক এলাকা নির্মাণবিষয়ক গবেষণা করতে, নতুন ক্ষেত্রে সহযোগিতা উন্নত করতে, এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে আগ্রহী।

জবাবে তো লাম বলেন, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি ও দেশের সরকার বরাবরই চীনের সাথে সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে আসছে। ভিয়েতনাম অব্যাহতভাবে দু’দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন করা এবং কৌশলগত তাত্পর্যসহ ভিয়েতনাম-চীন অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, ভিয়েতনাম ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে এবং তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’-এর বিরোধিতা করে যাবে। ভিয়েতনাম চীনের উত্থাপিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং তিনটি বিশ্ব প্রস্তাব সমর্থন করে এবং চীনের সাথে বহুপক্ষীয় কাঠামোয় যোগাযোগ ও সহযোগিতা চালাতে চায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)