পরিবেশবান্ধব আধুনিকীকরণকে এগিয়ে নেওয়ার আহ্বান তিং সুয়েশিয়াংয়ের
2024-10-13 18:27:47

 

অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পরিবেশবান্ধব আধুনিকীকরণকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েশিয়াং। শনিবার বেইজিংয়ে ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (সিসিআইসিইডি) সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

 

চীন সরকার পরিবেশ ও উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেয় উল্লেখ করে তিং বলেন, প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নির্দেশনায় চীন পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করছে। উন্নয়ন ও  কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে চীন সক্রিয় পদক্ষেপ নিয়েছে, বাস্তুতন্ত্রের সুরক্ষা ও পুনরুদ্ধার উন্নত করেছে বলেও জানান তিনি।

 

তিং বলেন, মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যৎ নির্মাণ এবং পৃথিবীকে রক্ষা করতে সকল পক্ষের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

 

ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (সিসিআইসিইডি) চেয়ারম্যান তিং আরও বলেন, চীন সকল পক্ষের সঙ্গে মুক্ত বিনিময়ের মাধ্যমে বিশ্বব্যাপী ইকোলজিক্যাল সিভিলাইজেশনের পথ অনুসন্ধান করতে চায়।

 

শুভ/ফয়সল

 

তথ্য ও ছবি: সিসিটিভি