অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য তায় আতস্কে সেলাসিকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
শনিবার পাঠানো অভিনন্দনবার্তায় সি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোয় চীন-ইথিওপিয়া সম্পর্ক ব্যাপক উন্নয়ন চাক্ষুষ করেছে এবং দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীরতর হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।
সি বলেছেন, তিনি চীন-ইথিওপিয়া সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন এবং চীন-আফ্রিকা সহযোগিতা শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়নের সুযোগ নিতে প্রেসিডেন্ট তায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নতুন ফলাফল অর্জন করবে এবং উভয় দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনবে বলে জানান সি।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন