কলেজ শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা বাড়াবে চীন
2024-10-13 18:25:07


 

অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: কলেজ শিক্ষার্থীদের জন্য জাতীয় বৃত্তি এবং আর্থিক সহায়তা বাড়াবে চীন। শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় জানাল এ খবর।

 

চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী কুও থিংথিং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় বৃত্তির জন্য কোটা দ্বিগুণ করার পাশাপাশি মেধাবীদের জন্য বৃত্তির পরিমাণও বাড়াবে চীন। সেইসঙ্গে বাড়ানো হবে দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পরিমাণ।

 

উপমন্ত্রী জানান, স্নাতক ও জুনিয়র কলেজ শিক্ষার্থীদের জন্য জাতীয় বৃত্তির পরিমাণ বছরে ৮ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ইউয়ান করা হবে এবং উৎসাহ বৃত্তি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার ইউয়ান করা হবে।

 

কুওর মতে, প্রত্যেক স্নাতক ও জুনিয়র কলেজ শিক্ষার্থীদের জন্য ২০২৪ সালের শরৎ সেমিস্টার থেকে জাতীয় অনুদান বাৎসরিক ৩ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ৩ হাজার ৭০০ ইউয়ান করা হবে।

 

এ ছাড়া, আন্ডারগ্র্যাজুয়েট ও জুনিয়র কলেজ শিক্ষার্থীদের জন্য ঋণের পরিমাণও ১৬ হাজার থেকে ২০ হাজার ইউয়ান করা হবে বলে জানালেন উপমন্ত্রী।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি