পৃথিবীর সবচেয়ে কাছে পৌঁছেছে সি/২০২৩ ধূমকেতু
2024-10-13 16:00:11


অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: সি/২০২৩ এ-থ্রি শুচিনশান-অ্যাটলাস নামের ধূমকেতুটি শনিবার পৃথিবীর সবচেয়ে কাছের দূরত্বে পৌঁছেছে। এদিন পৃথিবী থেকে ধূমকেতুটির দূরত্ব ছিল ৪ কোটি ৩৯ লাখ মাইল। বেইজিং প্ল্যানেটোরিয়ামের এক বিশেষজ্ঞ জানিয়েছেন এ তথ্য।


চীনা ওই বিশেষজ্ঞ বলছেন, ধূমকেতুটি পর্যবেক্ষণের সেরা সময় এখন থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।


হলুদ লেজের ধূমকেতুটি ২০২৩ সালের ৯ জানুয়ারি চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের পার্পল মাউন্টেন অবজারভেটরির কাছের-আর্থ অবজেক্ট টেলিস্কোপে প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল। এর তীব্র উজ্জ্বলতা সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।


ধূমকেতুটি বেশ উজ্জ্বল এবং এটি খালি চোখে সহজেই দেখা যায় বলে জানিয়েছেন বেইজিং প্ল্যানেটোরিয়ামের সহযোগী গবেষক ছাও চুন।


অনেকেই বলছেন, ধূমকেতুটি ৬০ হাজার বছর পর আবার ফিরে আসবে। তবে ছাও বলছেন, ধূমকেতুটির কক্ষপথ গ্রহের চেয়ে আলাদা এবং এটি আর ফিরে আসবে না।


তিনি আরও জানান, ধূমকেতুটি সূর্য থেকে দূরে সরে যাওয়ার পর অন্যান্য মহাকাশীয় বস্তুর মাধ্যাকর্ষণের কারণে এর গতিপথ বদলে যেতে পারে।


ফয়সল/শুভ


তথ্য ও ছবি: সিসিটিভি