শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে চীনা নৌবাহিনীর দুটি জাহাজ
2024-10-13 15:56:45

অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক :  চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনী জাহাজ ছি চিকুয়াং এবং চিং কাংশান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্দরে প্রশিক্ষণ নৌবহরকে স্বাগত জানান। চীনা দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানানো হয়েছে এ তথ্য। 

চীনা দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দরে দূতাবাসের কূটনীতিক, ব্যবসায়ী, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি এবং চীনা নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন। চীনা নাগরিকরা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তারা চীনা নৌবাহিনীকেও শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীন-বাংলাদেশের বন্ধুত্ব যেন দীর্ঘজীবী হয়, তা প্রত্যাশা করেন।

নৌ বহরের চারদিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে একযোগে কাজ করবে। চীনের নৌবহর চার বছর পর বাংলাদেশে শুভেচ্ছা সফরে এলো।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটিই প্রথম কোনো বিদেশি নৌবহরের বাংলাদেশ সফর। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য এ সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে। 

নাহার/ফয়সল 

তথ্য ও ছবি- চীনা দূতাবাস