চীনা ইভিতে ইইউ’র শুল্ক ভুল পদক্ষেপ: ব্লুমবার্গ সম্পাদকীয়
2024-10-13 15:54:26


অক্টোবর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর ইউরোপীয় ইউনিয়নের ৪৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপের সিদ্ধান্ত একটি ভুল পদক্ষেপ। সবাই আশা করে পারস্পরিক আলোচনায় এর সমাধান হবে এবং এতে করে আরেকটি বাণিজ্য যুদ্ধ শুরু হবে না। শুক্রবার ব্লুমবার্গে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে এমনটা। 


ওই নিবন্ধে সতর্ক করা হয়েছে—ইইউ’র ইভি-নীতি তাদের নিজস্ব কার্বন-নির্গমন কমানোর লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দেশীয় সংস্থাগুলোর ওপর প্রতিযোগিতামূলক চাপ কমিয়ে উদ্ভাবন ও উৎপাদনশীলতার গতি কমিয়ে দিতে পারে।


এই ধরনের সিদ্ধান্ত মুক্ত বাণিজ্যের প্রতি ইইউ-এর প্রতিশ্রুতিও দুর্বল করে দেয় বলে নিবন্ধে উল্লেখ করা হয়।


শুল্কের পেছনে যুক্তি হিসেবে কেউ কেউ দাবি করছেন এতে করে ইউরোপে সক্ষমতা তৈরি হবে চীনা গাড়ি নির্মাতাদের। কিন্তু ব্লুমবার্গ বলছে, ইউরোপে বিতরণ ও পরিষেবা নেটওয়ার্ক তৈরি করতে চীনের সময় লাগবে। ইউরোপীয় গাড়ি প্রস্তুতকারকদেরও চীনের ক্রমবর্ধমান বাজারে প্রবেশের সুযোগ প্রয়োজন বলে নিবন্ধে বলা হয়।


ইউরোপীয় অটোমেকারদের ওপর উচ্চ খরচ, মন্থর উদ্ভাবন, নীতিমালার বাধা এবং বিচ্ছিন্ন পুঁজিবাজার ইতোমধ্যেই বোঝা হিসেবে চেপে আছে বলে উল্লেখ করেছে ব্লুমবার্গ।


ফয়সল/শুভ


তথ্য ও ছবি: সিজিটিএন