চীন-ভিয়েতনামের অভিন্ন ভবিষ্যৎ উন্নয়নের আহ্বান প্রেসিডেন্ট সি চিনপিংয়ের
2024-10-12 18:37:38

অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিভি কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য লুং কুওংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার বেইজিংয়ে তাদের এ সাক্ষাৎ হয়।


সাক্ষাতে সি উল্লেখ করেছেন, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও সমাজতান্ত্রিক ব্যবস্থা মেনে চলা চীন-ভিয়েতনামের দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ভিত্তি।


চীন তার প্রতিবেশী কূটনীতিতে ভিয়েতনামকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে সি বলেন, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় ভিয়েতনামের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। 


চীন ও ভিয়েতনামকে ধারণার আদান-প্রদান জোরদার করে পার্টি ও রাষ্ট্র পরিচালনায় যোগাযোগ বাড়ানোর আহ্বানও জানান প্রেসিডেন্ট সি চিনপিং।


দ্বিপক্ষীয় সম্পর্কের ৭৫তম বার্ষিকী এবং দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও বেশি স্বীকৃতি দিতে আগামী বছর দুই দেশের জনগণের মধ্যে বিনিময়-বর্ষের সদ্ব্যবহার করার আহ্বান জানান তিনি। 


সি বলেন, জেনারেল সেক্রেটারি টু লামের নেতৃত্বে সিপিভি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ভিয়েতনাম সফলভাবে লক্ষ্য পূরণ করবে।


ভিয়েতনাম এবং চীন একই পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত সমাজতান্ত্রিক প্রতিবেশী উল্লেখ করে লুং কুওং বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সবসময়ই ভিয়েতনামের সামগ্রিক কূটনীতিতে শীর্ষ অগ্রাধিকার প্রাপ্ত বিষয়।


তিনি বলেন, ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্যগুলোর উন্নয়নে চীনের সঙ্গে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক। 


ফয়সল/শুভ


তথ্য ও ছবি: সিজিটিএন