চীনের পেনশন তহবিল বেড়েছে
2024-10-12 18:29:18


অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পেনশন তহবিলের বার্ষিক রিটার্ন ২০১৬ সাল থেকে ৫ শতাংশ হারে বেড়েছে। শনিবার দেশটির ন্যাশনাল কাউন্সিল ফর সোশ্যাল সিকিউরিটি ফান্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


চীনের নাগরিকদের জমা হওয়া পেনশনের টাকা স্থানীয় সরকার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। এই বিনিয়োগ থেকে যে লাভ হয়, তা হলো পেনশন তহবিলের বার্ষিক রিটার্ন।


চীনের সরকার ২০১৬ সাল থেকে সকল নাগরিকের জন্য মৌলিক পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়। এই উদ্যোগের অধীনে, সরকার স্থানীয় পেনশন তহবিলকে কেন্দ্রীয় পেনশন তহবিলের সঙ্গে যুক্ত করে এবং এই যৌথ তহবিল বিনিয়োগের মাধ্যমে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো পেনশন তহবিলের অর্থ সুরক্ষিত রাখা এবং ভবিষ্যতে দেশটির প্রবীণ নাগরিকদের জন্য পেনশন সুবিধা নিশ্চিত করা।


প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে স্থানীয় পেনশন তহবিলের বিনিয়োগের মাধ্যমে মোট আয় ছিল ৩৯ দশমিক ৫৮৯ বিলিয়ন ইউয়ান। একই বছর দেশটির মৌলিক অবসর ভাতার তহবিলের মোট সম্পদ ২ দশমিক ২৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।


শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি