অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড এগ্রিফুড ইনোভেশন কনফারেন্স। শুক্রবারের এ সম্মেলনে অংশ নেন প্রায় ৮০০ জন বিশেষজ্ঞ। বিজ্ঞান-প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে কৃষিখাদ্য ব্যবস্থাপনায় কী করে আরও কম-কার্বন নিঃসরণ ঘটানো যায় তা নিয়ে মতামত তুলে ধরেন তারা।
গত বছর থেকে চালু হওয়া এই কৃষিপণ্য উদ্ভাবন সম্মেলনটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী কৃষিখাদ্য উদ্ভাবনের জন্য একটি বিশ্বমানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বেইজিংয়ের পিংকু জেলার স্থানীয় সরকার, বেইজিং মিউনিসিপ্যাল ব্যুরো অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স, চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস।
‘জলবায়ু পরিবর্তন ও কৃষিপণ্য ব্যবস্থার পরিবর্তন’ শীর্ষক এ সম্মেলনে কৃষিখাতে উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সম্মেলনে বিশেষজ্ঞরা কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের নানা চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি এ সংক্রান্ত অভিজ্ঞতা ও ফলাফল শেয়ার করতে বিশ্বব্যাপী সহযোগিতার ওপর জোর দেন।
এ সম্মেলনে ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের বিজ্ঞানী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা স্মার্ট কৃষি, এআই-চালিত প্রজনন, প্রাণিসম্পদ এবং জলজ খাদ্য ব্যবস্থার রূপান্তর, জিনেটিক রিসোর্স এবং জার্মপ্লাজম উদ্ভাবন, সেইসঙ্গে খাদ্য পুষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষজ্ঞদের এ সমাবেশের পাশাপাশি ওয়ার্ল্ড এগ্রিফুড টেকনোলজি এক্সপোরও আয়োজন করা হয়েছে। বিশ্বব্যাপী কৃষি খাতে সাফল্য, উন্নত প্রযুক্তি, উন্নত মডেল, উচ্চমানের প্রকল্প এবং উদ্ভাবনী পণ্যগুলো প্রদর্শন করা হচ্ছে এতে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি