অক্টোবর ১২: চীনা গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের বিরোধিতা করছেন ৭৩ শতাংশ তুর্কি নেটিজেন। তুরস্কের সরকার কর্তৃক, আমদানিকৃত চীনা গাড়ির ওপর ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষাপটে, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন আয়োজিত এক অনলাইন জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।
জরিপে ২৪ ঘন্টায় এক হাজারেরও বেশি নেটিজেন অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, এ সিদ্ধান্ত তুর্কি বাজারের ওপর চীনা গাড়ি-নির্মাতা কোম্পানিগুলোর আস্থা কমাবে এবং এ খাতে চীনা বিনিয়োগ অন্য দেশে চলে যাবার আশঙ্কা থাকবে।
জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ নেটিজেন মনে করেন, খরচের দিক থেকে চীনের গাড়ি ইউরোপ থেকে আমদানিকৃত গাড়ির চেয়ে ভালো। কিন্তু অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে, সাধারণ তুর্কি জনগণ এর সুফল থেকে বঞ্চিত হবে।
কোনো কোনো নেটিজেন মনে করেন, শুল্ক বাড়িয়ে তুর্কি পণ্যকে আরও প্রতিযোগিতামূলক করা যাবে না, এতে বরং তুরস্কের উত্পাদন-শিল্প ক্ষতিগ্রস্ত হবে। চীনা গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে তুরস্ক প্রকারান্তরে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের একমেরুর বিশ্বকে সমর্থন করছে বলেও তাদের অভিযোগ।
উল্লেখ্য, চীন তুরস্ককে বিশ্ব বাণিজ্য সংস্থায় দেওয়া সংশ্লিষ্ট প্রতিশ্রুতি মেনে চলতে এবং অবিলম্বে ভুল সংশোধন করতে আহ্বান জানিয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)