আরসিইপি, সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন, এবং চীন-আসিয়ান সম্পর্ক
2024-10-12 14:31:43

 

“আরসিইপি সার্বিকভাবে কার্যকর হবার পর এবং চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের ৩.০ সংস্করণ আপগ্রেড হবার সাথে সাথে, আসিয়ান, চীন ও আরসিইপি’র অন্যান্য সহযোগিতামূলক অংশীদারদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এতদঞ্চলের জনগণের জন্য নতুন নতুন কল্যাণ।” গত ২৪ সেপ্টেম্বর আসিয়ানের মহাসচিব কাও কিম হর্ন চীনের নাননিং শহরে, আরসিইপি আর্থ-বাণিজ্যিক সহযোগিতার উচ্চ পর্যায়ের সংলাপে অংশ নেওয়ার সময় এমন কথা বলেন।


সেদিন “চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের ৩.০ সংস্করণ আপগ্রেড বেগবান করে, আরসিইপি আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ ভাগাভাগি” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা অধিকতরভাবে আরসিইপি নিয়মাবলী মানদণ্ড, সহযোগিতামূলক ক্ষেত্র সম্প্রসারণ, সদস্যদের সংখ্যা বৃদ্ধি, আরসিইপি চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের ৩.০ সংস্করণের সাথে একে অপরের পরিপূরক ও পারস্পরিক বেগবান কার্যকর করা নিয়ে বিনিময় ও সংলাপ করেন।


চীন-আসিয়ান মেলা, চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের কাঠামোয়, ব্র্যান্ড কার্যক্রম হিসেবে, আরসিইপি আর্থ-বাণিজ্যিক সহযোগিতামূলক সংলাপটি আরসিইপি সদস্যদেশগুলোর মধ্যে রাজনৈতিক ও ব্যবসা সংলাপ বেগবান করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।


চীনের একমাত্র আসিয়ানভুক্ত দেশের সাথে স্থল ও নৌ সংযুক্ত প্রদেশ ও অঞ্চল হিসেবে, উচ্চমানে আরসিইপি ও চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের ৩.০ সংস্করণ আপগ্রেড নির্মাণে, কুয়াংসি’র  প্রথম মুভার সুবিধা ও সুষ্ঠু ভিত্তি আছে। প্রণয়ন করা ধারাবাহিক ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে: সারা দেশের প্রথম আরসিইপি দেশগামী আন্তর্জাতিক মালবাহী ট্রেন চালু করা; দেশটির প্রথম দফা মূল প্রশংসাপত্র অর্পন করা; আরসিইপি আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার জন্য, দেশটির প্রথম আর্থ-বাণিজ্যিক বিগ ডেটা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা; এবং চীনের বাণিজ্য বেগবান ব্যবস্থার প্রথম আরসিইপি প্রচার ও কার্যকর কেন্দ্র প্রতিষ্ঠা করা...পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম আট মাসে আরসিইপি’র সদস্যদেশগুলোর কুয়াংসি’র আমদানি-রপ্তানির মোট পরিমাণ ছিল ২৭৫.০৫ বিলিয়ন ইউয়ান; বার্ষিক প্রবৃদ্ধি ২০.৩ শতাংশ।


চীনের উপ-বাণিজ্যমন্ত্রী লি ফেই বলেন, চীন অব্যাহতভাবে বিভিন্ন সদস্যদেশের সাথে উচ্চমানে আরসিইপি কার্যকর করবে; ধারাবাহিকভাবে আরসিইপি’র বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করবে; চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের ৩.০ সংস্করণের নির্মাণকাজ দ্রুততর করবে; বিভিন্ন পক্ষের মধ্যে অবাধ বাণিজ্যচুক্তির নতুন সুযোগ ভাগাভাগির কাজ বেগবান করবে; এবং আঞ্চলিক সহযোগিতার নতুন ভবিষ্যত সৃষ্টি করবে। (প্রেমা/আলিম)