অক্টোবর ১২: সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব চাং মিং পাকিস্তানের সিন্ধু প্রদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, সন্ত্রাসী হামলায় সাংহাই সহযোগিতা সংস্থা হতবাক। সংস্থা ক্ষতিগ্রস্তদের জন্য গভীর শোক প্রকাশ করছে এবং তাদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনাও জানাচ্ছে।
চাং মিং বলেন, সাংহাই সহযোগিতা সংস্থা সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পাকিস্তান সরকারের নেওয়া যেকোনো উদ্যোগকে সমর্থন করে।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ হচ্ছে সমস্ত মানবজাতির সাধারণ শত্রু। এসসিও বরাবরের মতো ভবিষ্যতেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)